মনের কোণটাতে লকডাউন নেই, সেখানে প্রিয়জনের বাস: ঈদ মোবারক!
সোমবার, ২৫ মে, ২০২০
মো: ওবায়েদ উল্যাহ ভূলন
মো: ওবায়েদ উল্যাহ ভূলন: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজ সোমবার (২৫ মে) হিজরী ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের ১ম দিন। মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
তবে এবারের ঈদ গোটা বিশ্ববাসী পালন করছে সম্পূর্ণ ভিন্নভাবে৷ এর আগে কখনও এমন কঠিন সময়ে ঈদ উৎসব পালন করতে হয়নি। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা এবার ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।
চারদিকে আতঙ্ক, ভয়, সামাজিক দূরত্ব, অভাব অনটন। তারপর আম্পানের তাণ্ডব। তবুও ঈদ ঈদই, সবার সঙ্গে হয়তো নামাজ পড়া হবে না, বন্ধু, স্বজন, পরিজনের বাসায় যাওয়া হবে না, ঈদের সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কি? মনের যে কোণটাতে প্রিয়জনের বাস সেখানে তো কোনো লকডাউন নেই। আমারা কোলাকুলি করবো না, কারণ, আমরা এখন চুপ করা শিখে গেছি। জীবনে খারাপ দিন আসে আবার কেটেও যায়। ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে।পরম করুণাময় আল্লাহতা’লা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। সিএনএন বিডি ২৪.কম পরিবারের পক্ষে - ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা।