বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুর জেলার মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের উদ্যোগে জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আজিজিয়া নূরানিয়া হাফেজিয়া এতিমখানা ও কাজলকোট নূরানী হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় মঙ্গলবার সন্ধ্যা মাদ্রাসার এতিম ছাত্র এবং গরিব,দরিদ্র অসহায় পরিবারদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়েছে । কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন,মোহনা টেলিভিশনে জেলা প্রতিনিধি দৈনিক মানবজমিনের প্রতিনিধি সমাজ সেবক মাহবুবুর রহমান ভেদরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ফরিদ আহমেদ কুদ্দুস, সমাজ সেবক আনোয়ার হোসেন মোল্লা,সামাজিক প্রতিষ্টান হাসি-মুখ এর নির্বাহী পরিচালক ও উদ্ভাবক সায়েম সিকদার, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ শালমান শেখ প্রমুখ।