শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০২১
নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: হামলা অগ্নিসংযোগ লোপাটের পর সুনামগঞ্জের ধর্মপাশার সুনই জলমহালে শ্যামা চরণ বর্মণ (৬০) নামে এক জেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে\
বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুবৃক্তরা জলমহালে ঢুকে জেলেদের ঘরে অগ্নিসংযোগ,মাছ ধরার কয়েক লাখ টাকার জাল,নগদ টাকা,আসবাবপত্র লোপাট করে।
জেলে শ্যামা চরণ বাধা দিতে এলে তাকে রামদা দিয়ে গলা কেটে জবাই করে হত্যা করা হয়।