সেবার মাধ্যমে হিংসা-বিদ্বেষের মতো কাজ থেকে বেঁচে থাকা যায় :¦ কাজী মনিরুল এমপি
শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১
খোরশেদ আলম শিকদার, স্টাফ রিপোর্টিার: ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, সমাজসেবা একটি ইবাদত। এ সেবার মাধ্যমে সমাজে হিংসা-বিদ্বেষের মতো অধঃপতিত কাজ থেকে বেঁচে থাকা যায়।
এ সেবা কার্যক্রম প্রত্যেকেই চালিয়ে যেতে পারে। হাসপাতাল স্থাপন করে ফ্রি চিকিৎসা ও স্বল্প ব্যয়ে মানুষের চিকিৎসা সেবা প্রদান, ডাক্তাররা প্রাথমিক ওষুধপথ্যের মাধ্যমে এবং অতিরিক্ত ফি না নিয়ে, আইনজীবীরা আইন মারফত মজলুমের সাহায্য করে, তাদের মামলা-মোকদ্দমায় বিনা পারিশ্রমিকে সহায়তার মাধ্যমে, এ রকম প্রতিটি সেক্টর থেকেই নিজ নিজ পরিসরে এ মহান সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব। মাতুয়াইলের প্রকৃতির সংগঠন হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়ে সেই কাজটিই করেছেন।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের প্রকৃতির (স্বাস্থ্য সচেতন আমরা ক’জন) ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তাবিত ১০০ শয্যা বিশিষ্ট প্রকৃতি জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন, প্রকৃতি সংগঠনের প্রবীন সদস্য ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এমনকি বৃক্ষ রোপণও একটি উত্তম সেবা ও সওয়াবের কাজ। রাস্তার পাশে ও পতিত জমিতে গাছ লাগিয়ে সৃষ্টিকুলের খেদমত করা যায়। আল্লাহর রাসূল (সা.) ইরশাদ করেন, ‘যদি কোনো মুসলমান একটি বৃক্ষ রোপণ করে অথবা শস্য জন্মায় অতঃপর তা থেকে কোনো মানুষ, পাখি বা পশু (ফল-ফসল) ভক্ষণ করে তাহলে সেটি তার জন্য সদকাস্বরূপ গণ্য হবে।
মাতুয়াইল বাদশা মিয়া সড়ক সংলগ্ন প্রকৃতির নিজস্ব ব্যায়ামের মাঠে (ল্যান্ড-২) প্রকৃতির সভাপতি ডাক্তার মনজুরুল হক মন্টুর সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড.মাহবুবুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ সামসুদ্দিন ভুইয়া সেন্টু, ৬৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম খান দিলূ, ৬০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আনোয়ার হোসেন মজুমদার, ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল মতিন সাউদ, ৬৪,৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফার ইয়াসমিন লাকী আক্তার, ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, প্রকৃতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল হোসেন খান, উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ভ’ইয়া,মাহবুবুর রহমান বরকা,সাগর পোদ্দার প্রমুখ।