বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর (ভিসি) করোনার অজুহাত দেখিয়ে নিজে নিজেই নিজ সরকারি বাসভবনে অবরুদ্ধ থাকার পর রাতের অন্ধকারে ক্যাম্পাস ছেড়ে ‘পালিয়ে’ গেছেন। আজ বুধবার (১৩ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে হাবিপ্রবি ক্যাম্পাসের ভাইস চ্যান্সলর সরকারি বাসভবনের থেকে তার স্ত্রীকে সাথে নিয়ে কাউকে না জানিয়ে চলে গেছেন।