বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর(নাটোর): নাটোরের লালপুরে পৃথক দুইটি স্থান থেকে এক যুবতী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
আজ বুধবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কদিমচিলান ইউপির চষুডাংঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে ও এবি ইউপির পাটিকাবাড়ি এলাকার রেললাাইনের পাশ থেকে দুইটি লাশ উদ্ধার করা হয়।