মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১
খোরশেদ আলম শিকদার,স্টাফ রিপোর্টার: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইমপিসা ওপেন স্কাউট গ্রæপের প্রধান উপদেষ্টা, স্কাউটার, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে যখন অধিকাংশ মানুষ ঘরের ভিতর। স্কাউট ও রোভার স্কাউটরা তখন নিজেদের জীবন বাজি রেখে ঘরের বাইরে থেকে করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচতেনতা তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ ও সতর্কীকরণ বার্তা পৌঁছে দিচ্ছে।
তিনি আরও বলেন, স্কাউটরা আত্বমর্যাদায় বিশ^াসী, স্কাউটরা বিনয়ী, স্কাউটরা সদালাপী, একজন স্কাউট ব্যক্তিত্ব কোন ধরনের অন্যায়ের সাথে আপোষ করেনা। স্কাউটরা দেশের ও সমাজের দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসছেন। আমি নিজেও একজন স্কাউট ব্যক্তিত্ব হয়ে গর্বিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল স্কাউট ব্যক্তিত্ব উটবেজার ড.মাহবুবুর রহমান মোল্লা।
ইমপিসা ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক এস এম জিয়া উদ্দিন জিয়ার সভাপতিত্বে ও ইমপিসা স্কাউট গ্রæপের স্কাউট লিডার মোহাম্মদ মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপির একমাত্র ছেলে স্কাউটার কাজী খায়রুল ইসলাম রনি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ বাদল সরদার, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিলি আকতার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের স্কাউট ও রোবার স্কাউট শিক্ষার্থী, অধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণকরা হয়। পরে মধ্যাহৃ ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।