শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নাটোরের লালপুরে ৩৫ জন ভ‚মিহীন ও গৃহহীনদের আধা পাকা ঘর এবং জমি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।