শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় মজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকারের আশ্রয়ন-২ প্রকল্প (কাবিটা) এর আওতায় উপজেলার ৫৪টি দুঃস্থ, অসহায়, ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনা মূল্যে নব নির্মিত সেমিপাকা দোচালা টিনের ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান’ অনুষ্ঠানে যোগ দিয়ে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবিসহ উক্ত জমির কাগজপত্র তুলে দেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি।