খোরশেদ আলম শিকদার,স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলী সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার। শুক্রবার রাতে থানার মুরাদপুর নোয়াখালী পট্রির ২৫৩/১ কামাল মিয়ার বাড়ির ৪র্থতলা একটি ফ্লাট থেকে তাদের গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পিয়ারা বেগম (৩৮), মোঃ হিরা (৩৪), মোঃ রকি খন্দকার (২৫), মোঃ জাহিদুল ইসলাম (৩০), ফয়সাল দেওয়ান (৩০)।
এ সময় ২৭টি মোবাইল পুলিশ তাদের হেফাজত হতে চুরিকৃত ২৭ মোবাইল ফোন, ২৬ ভরি সোনা, ৬৮ ভরি রুপার অলংকার, ৩৫ পিস শাড়ি, ১০০ পিস ইয়াবা, ৫ পুড়িয়া হেরোইন, গাজা, নগদ ২’হাজার টাকা এবং তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধার করে।
কদমতলী থানার অফিসার ইনচার্জ জানান, কয়েকমাস ধরে থানায় বেশ কিছু চুরীর ঘটনা ঘটেছে। আমরা চোর ধরার জন্য চেষ্টা চালিয়ে আসছি। শুক্রবার থানার মুরাদপুর নোয়াখালী পট্রির একটি বাড়ি থেকে তাদেরকে মালামালসহ গ্রেফতার করা হয়েছে। তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রীয় সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ কদমতলী থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চুরী করে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখে। চুরীকরা ছাড়াও মাদক দ্রব্যও বিক্রি করে। তাদের বিরুদ্ধে চুরীসহ মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।