আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:ক্ষমতা গ্রহণের প্রথমদিন থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানান বিষয়ে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনেছেন।
বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থানে ফেরানোর লক্ষ্য নতুন মার্কিন প্রেসিডেন্টের।
বৈশ্বিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রকে দুর্বল অবস্থায় রেখে গেছেন সদ্য ক্ষমতা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ক্ষমতা গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রকে পূর্বের শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিতে পদক্ষেপ নিচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।
পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে বাইডেন প্রশাসন। এছাড়া, মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি কী হয়, তা নিয়েও চলছে ভাবনা। বিশ্লেষকদের মতে, বাইডেনের মধ্যপ্রাচ্য এজেন্ডার কেন্দ্রে থাকবে ইরান।
এদিকে, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আক্রমণাত্মক টুইট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল¬াহ আলি খামেনি। ইরানের জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার জেরে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন তিনি। আর এর প্রেক্ষিতে খামেনির অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার উস্কানির অভিযোগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৮ই ফেব্র“য়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার। ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যাকে ক্ষমতা ছাড়ার পরও অভিশংসনের মুখোমুখি হতে হচ্ছে। এর আগে, গেল ১৩ জানুয়ারি কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসিত করা হয়।