রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের অধিবাসী চাঁদপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম আব্দুল মোতালেব ঢাকা হাতিরঝিল থানা এলাকায় দেহ ব্যবসায় জড়িত অপরাধে গ্রেফতারের পর মামলায় ২/৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পায় খবর পাওয়া গেছে। মামলার অভিযোগে প্রকাশ, হাতিরঝিল থানার বড় মগবাজার এলাকার বাসা নং ১৯৫/এ, ৫ তলা বি/৪ নং ফ্লাটে মোসাঃ রোকসানা (৫০) তত্ত্বাবধনে দেহ ও মাদক ব্যবসা চলাকালে ২২ জানুয়ারি সন্ধা সাড়ে ৬ টার দিকে হাতিরঝিল থানার এসআই সব্রত দেবনাথ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একে এম আব্দুল মোতালেবসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন এবং তিনি বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে উটতি বয়সের যুবক যুবতী দরিয়া আনিয়া পতিতাবৃত্তি কার্যক্রম পরিচালনা করার অপরাধে মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ১২(১)/১৩ ধারায় মামলা রুজু করে।