শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর গৃহবধু ফুলেছা বেগম (৪৫) হত্যাকান্ডে জড়িত সন্দেহ ভাজন দ্ইু আসামী সহ বিভিন্ন মামলায় পলাতক ৭ আসামীকে আদালত কারাগারে পাঠিয়েছেন। , হত্যাকান্ডে জড়িত সন্দেহভাজন দুই আসামীরা হলেন,তাহিরপুর উপজেলার উওর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামের ফুল মিয়ার ছেলে পাসেন আলী (৩৫) একই গ্রামের হযরত আলীর ওরফে জুম্মনের ছেলে মজনু মিয়া (২৭)।