শিব্বীর আহমদ তালুকদার, শাল্লা: সুনামগঞ্জের শাল্লায় মোটর সাইকেল চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহত ব্যক্তি শাল্লা উপজেলার সুলতান পুর গ্রামের রমজান মিয়ার পুত্র আক্কাস মিয়া (৬০)।
আজ শূক্রবার (২৬ ফেব্রুয়ারী) দু্পুর সাড়ে ১২ ঘটিকার দিকে সুলতান পুর গ্রামের দক্ষিণে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান নিহত আক্কাস মিয়া ঘুঙিয়ার গাও বাজার থেকে তার নিজের বাড়ি সুলতান পুর গ্রামে যাবার সময় রাস্তায় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল এসে চাপা দেয়,এতে সে গুরুতরভাবে আহত হয়। শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মির্জা মুর্শেদ মৃত্যু বলে ঘোষণা দেন। এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম জানান নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ প্রেরন করা হয়েছে।