মঙ্গলবার, ০২ মার্চ, ২০২১
নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর দক্ষিন বাজারের সিএনজি গ্যারেজ মালিক গোহট (দঃ) ইউনিয়নের কেশরকোট গ্রামের নতুন বাড়ির শহিদের ছেলে ইকবাল (৩০) একই বাজারের সুদ ব্যবসায়ী মৃত চাঁদমিয়ার ছেলে হানিফ,মোহাম্মদ আলী ও মোস্তফার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে ডাবল সুদে ২০ লাখ টাকা দিয়েও রেহাই পায়নি। ইকবাল ও তার পরিবারের লোকজন জানান, সোমবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ইকবাল গ্যারেজ বন্ধ করে বাড়িতে চলে যাবার পর চাঁদমিয়ার ছেলেরা তাকে ফোন করে বাজারে এনে আরো অতিরিক্ত ৪ লক্ষ টাকা সুদ দেয়ার জন্য দাবী করে।