রবিবার, ০৭ মার্চ, ২০২১
নিজেস্ব প্রতিনিধি, হাজীগঞ্জ: হাজীগঞ্জ উপজেলার ৯নং পূর্ব গন্ধবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের নাইদ বাড়ির প্রবাসী শহিদ উল্লাহ"র স্ত্রী ফাতেমা বেগম (৩৫) নিজেদের লাগানো সিমানার গাছ কাটা নিয়ে বাঁধা দিলে একই বাড়ির ননদ জামাই বিল্লাল হোসেন ও তাদের ছেলে আছিব এলোপাতাড়ি ভাবে শরিরের বিভিন্নস্থানে কিল,ঘুষি,লাথি, লাঠি-চটা ও দেশীয় অস্র-শস্র দিয়ে মাথায় আঘাতসহ বসত ঘর লুটতরাজ করে তাকে রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় ফেলে ঘটনারস্থল ত্যাগ করে চলে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে।