রবিবার, ০৭ মার্চ, ২০২১
মাহবুবুর রহমান,শরীয়তপুর: খালেদা জিয়া ও তারেক জিয়াকে দুর্নীতিবাজ ও আগুন সন্ত্রাসের নেতা আখ্যায়িত করে এবং রাজশাহীতে বিএনপি নেতাদের মন্তব্যের প্রতিবাদে বিএনপি নেতাকর্মিকে সাবধান হওয়ার হুশিয়ারি দিয়ে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে যদি দৃষ্টতাপূর্ন কোন মন্তব্য করা হয় তাহলে আওয়ামীলীগ তার জবাব রাজপথে দিবে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়ন এর বাজন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।