নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ, রোজা থাকা অবস্থায় আজই শেষ জুমা পালন করতে যাচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও।
ইতোমধ্যে চলতি রমজানের তিনটি জুমা চলে গেছে। তাই সবাই এই দিনে স্রষ্ঠার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করে থাকেন। এটা অনেকটা শেষ সুযোগের মতো, বেঁচে থাকলে পরের বছর আবার রমজানের দিনে এমন জুমার নামাজে শরীক হওয়ার সুযোগ হবে।
হাদীস শরীফে এরশাদ হচ্ছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্যোদয় হওয়ার সবগুলো দিনের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ হলো জুমার দিন। এই দিনেই আল্লাহ তায়ালা হজরত আদম (আ.) সৃষ্টি করেছেন এবং এই দিনই তাকে জান্নাত দান করেছেন। শুধু তাই নয়, জুমার দিনেই তাকে জান্নাত থেকে এই দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল। কেয়ামতও অনুষ্ঠিত হবে জুমার দিনে।’