নিউজ ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ঈদের দিনের অনেক সুন্নাহ রয়েছে। ঈদের সুন্নাহর মধ্যে প্রথম হলো ঈদের চাঁদ দেখার পর থেকে একেবারে ঈদের নামাজ যাওয়া পর্যন্ত তাকবির পড়া।
পুরুষরা এই তাকবির এই আওয়াজ করে পড়বে, নারীরা নীরবে পড়বে। কিন্তু পুরুষ-নারী সবাইকে পড়তে হবে। অনেক আলেম এটাকে সুন্নতে মুয়াক্কাদা হিসেবে উল্লেখ করেছেন।
দ্বিতীয়ত, ঈদের সালাতের জন্য গোসল করা আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তৃতীয়ত, আমাদের নবী ঈদের সালাতের জন্য সকালেই বেরিয়ে পড়তেন। অনেকে দেরি করে যান। সাজগোজের জন্য দেরি করেন। কিন্তু এটা উচিত নয়। আমাদের নবী একেবারে সকালে যেতেন। বের হওয়ার আগে একটু কিছু খেয়ে যেতে হবে। একটা খেজুরও খেয়ে যেতে পারেন। অবশ্যই কিছু খাওয়া উচিত। এটাও একটা সুন্নাহ। এরপর হলো ঈদগাহে যাওয়ার সময়ও তাকবির দেওয়া। আমাদের নবী ঈদগাহে হেঁটে যেতেন। আপনি চেষ্টা করবেন হাঁটার, তবে দূরে হলে সেটা সমস্যা নেই। আরেকটি ব্যাপার হলো ইমামের আগে আপনার ঈদগাহে যেতে হবে। এটা সুন্নাহ। এরপর ঈমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা। এটাও এক প্রকার দোয়া।