রবিবার, ০৫ মার্চ, ২০২৩
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এক শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার ঘটনায় বেপরোয়া মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের বাসভবনের সামনে চার দফা দাবিতে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।