রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার:রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টায় মারা যান তিনি।
যাত্রাবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল ফিলিং স্টেশনের সামনে থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাই। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।