রবিবার, ১৯ মার্চ, ২০২৩
মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মোয়াজ্জেম হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত হয়েছে, এ ঘটনায় ইয়াকুব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে আহত সেনা সদস্য মোয়াজ্জেম হোসের স্ত্রী শিরিন আক্তার শাপলা বাদি হয়ে মামলা দায়ের করলে ওই রাতে অভিযান চালিয়ে ধৃত ইয়াকুব আলীকে আটক করা হয়।