রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩
লাইফ স্টাইল ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: মেহেদি চুলের প্রাকৃতিক রঙ। যদিও মেহেদি লালচে একটি রঙ দিয়ে থাকে।
উপকরণ
মেহেদি গুঁড়া : ১০০ গ্রাম
লেবুর রস : ১টি লেবুর পুরোটা
কফি পাউডার : ১ টেবিল চামচ
পানি
যেভাবে লাগাবেন
** প্রথমে একটি পাত্রে মেহেদি পাউডার এবং কফি পাউডার মিশিয়ে নিন।
** এবার পানি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মিশ্রণটি দইয়ের মতো হয়ে যাবে।
** এই মিশ্রণে লেবুর রস যোগ করুন। ভালভাবে নেড়ে নিন।
** এখন এই মিশ্রণটি কয়েক ঘন্টা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে মিশ্রণটি মসৃণ হবে।
** প্যাকটি লাগানোর লাগে অবশ্যই ভালো করে চুল ধুয়ে নিন। চুলে তেল বা ময়লা থাকলে আপনি ফল পাবেন না।
** আপনার চুল ভাগ করে নিন। মেহেদির পেস্টটি গোড়া থেকে ডগা পর্যন্ত সমানভাবে লাগান।
** সমস্ত চুলে লাগানো হয়ে গেলে চুল শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিন।
** এবার এই প্যাকটি ২-৩ ঘন্টা রাখুন। আপনি এটি যত বেশি সময় ধরে রাখবেন, রঙ তত গাঢ় হবে।
** এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের পর ২৪ ঘন্টা পর্যন্ত শ্যাম্পু ব্যবহার করবেন না।
** ২৪ ঘন্টা পরে, শ্যাম্পু করুন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না।
প্যাকটি লাগানোর সময় হাতে গ্লাভস পড়ে নিবেন। মাথায় লাগানোর আগে অবশ্যই অল্প প্রয়োগ করে দেখুন। কারণ অনেকেরই মেহেদিতে অ্যালার্জি থাকে।