বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
আবু বক্ক সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ পেশাগত দায়িত্ব পালনকালে স্থির, ভিডিও চিত্র ও অডিও রেকর্ড ধারণ করা মোবাইল ভাংচুর অত:পর অবরোধের ২ ঘন্টা পর তাঁকে উদ্ধার করেছেন থানা পুলিশ।
জানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের কুশটারী (হাজী পাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে।