শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
তোফায়েল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঈদুল ফিতরের প্রাক্কালে সবাই যখন উৎসবের আমেজে থাকে তখন নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার।