বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: প্রতিটি দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আজ রোববার (২৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রিন্স বলেন, দাম বাড়ায় গরিব মানুষ এবারের ঈদে নতুন কাপড় কিনতে পারেনি। সরকার মিথ্যা অজুহাতে সারের দাম বৃদ্ধি করেছে। দুর্নীতিকে আড়াল করতে বিশ্ববাজারে সারের মিথ্যা তথ্য দিয়ে দেশেও সারের দাম বৃদ্ধি করেছে। ধানের যে দাম নির্ধারণ করেছে সরকার তাতে কৃষক লাভবান হবে না, লাভ হবে সরকারের। কৃষকের সঙ্গে সরকার প্রতারণা করেছে।
তিনি বলেন, ঈদের আগেও সরকার মিথ্যা মামলা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করেছেন। মানুষের মনে ঈদের আনন্দ নেই। শতভাগ বিদ্যুতায়নের কথা বললেও গ্রামের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। দশ-বারো ঘণ্টা বিদ্যুৎ থাকে না গ্রামে, কৃষিতে বিপর্যয় নেমে এসেছে।
এমরান সালেহ প্রিন্স বলে, অতীতের মতো আবারও প্রহসনের নির্বাচন করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর ভোট চুরি করতে দেওয়া হবে না। জনগণ এই সরকারের পদত্যাগ চায়। দাবি না মানলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।