শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী জি.এম (গোলাম মোস্তফা) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৌর মেয়র গালিগালাজ করায় শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান ফটকে ঘন্টাব্যাপী মানববন্ধন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী জি.এম (গোলাম মোস্তফা) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হককে ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন গত ১৮ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বিনামূল্যে চাউল বিতরণের ঘর চাওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গালিগালাজ করায় গতকাল মঙ্গলবার মেয়রের বিচারের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দেরকে দিয়ে মানববন্ধন করেন।