মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: স্বামীর ওপর কার অধিকার বেশি, প্রাক্তন নাকি বর্তমানের? কে তাকে বেশি পেয়েছেন? কার অধিকার বেশি? কে তাকে চেনেন বেশি? এসব নানা প্রশ্ন। সম্পর্কের বিভিন্ন রং, বিভিন্ন দিক, টানাপোড়েন বারবার উঠে এসেছে ছবির গল্পে।