আজ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ||
১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার, ০৬:০৯ পূর্বাহ্ন
দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
ফাইল ছবি
রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ডেঙ্গুর প্রকোপ কমছেই না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা।
ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৭৭৮ জনের মধ্যে ৫৪৩ জনই ঢাকার বাসিন্দা। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটির দুই ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ সিটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওয়ার্ড প্রতি সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে দক্ষিণ সিটির ১৪ ও ৫৬ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। এসব ওয়ার্ডে এ মাসের ২ হতে ৮ তারিখে ১১ জন করে ডেঙ্গু রোগী পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে জনগণকে সচেতন করতে ১৪ নম্বর ওয়ার্ডে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এবং ৫৬ নম্বর ওয়ার্ডে বেলা ১১টায় মেয়র শেখ ফজলে নূর তাপস অংশ নেবেন।
এ উপলক্ষে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল নির্মূলে ওয়ার্ড দুটিতে ব্যাপক কার্যক্রম পরিচালিত হবে।
উল্লেখ্য, চলতি বছর ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন। মারা গেছেন ৭৭৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৩ জন এবং ঢাকা সিটির বাইরের ২৩৫ জন।