আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম:চ্যাটজিপিটি বটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে পদচ্যুত করা হয়েছে। অনাস্থার জেরে ওপেনএআইয়ের বোর্ড কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
আর এতে কোম্পানিটিকে নেতৃত্ব দেওয়া ক্ষমতা হারিয়েছেন কোম্পানিটিকে শুরু থেকে সহায়তাকারী এই প্রযুক্তি নির্মাতা।
কোম্পানির বোর্ড থেকে বলা হয়, অল্টম্যান যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ছিলেন বেশ খোলামেলা, যা তার দায়িত্বের সামর্থ্যের প্রতিবন্ধকতা হিসেবে প্রকাশ পায়।
বিবিসি জানিয়েছে, ৩৮ বছর বয়সী অল্টম্যান ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পের মুখপাত্রও হয়েছিলেন। কৃত্তিম বুদ্ধিমত্তার জন্য নতুন নিয়মে সাক্ষ্য দিতে চলতি বছরে মার্কিন কংগ্রেসে হাজির হয়েছিলেন তিনি।
পদচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অল্টম্যান লেখেন, ‘ব্যক্তিগতভাবে এটি আমাকে বদলে দিয়েছিল এবং আশা করেছিলাম বিশ্বও কিছু পাবে। যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের বেশিরভাগই অত্যন্ত প্রতিভাবান। পরবর্তীতে কী হবে সে সম্পর্কে আরও কিছু বলার আছে।
এক বিবৃতিতে বোর্ড কমিটি থেকে বলা হয়, অল্টম্যানের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তবে, সদস্যরা বিশ্বাস করেন কোম্পানির জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। ওপেন এআইকে নেতৃত্ব দিতে পারবে অল্টম্যানের ওপর এমন আস্থা নেই বোর্ডের।
এদিকে, অল্টম্যানের পদচ্যুতের খবরে গোটা প্রযুক্তি খাতে বেদনার ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগলের সাবেক বস ইরিক শিমিট অল্টম্যানকে ‘হিরো অব মাইন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, ‘সে (অল্টম্যান) আমাদের বিশ্বকে বদলে দিয়েছেন। সে কি করবে তা দেখতে আমি ও কোটি কোটি মানুষ মুখিয়ে রয়েছি।
অল্টম্যানের পর ওপেনএআই থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির প্রেসিডেন্ট ও সহনির্মাতা গ্রেগ ব্রোকম্যান। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘আট বছর আগে আমার অ্যাপার্টমেন্টে আমরা যা শুরু করেছিলাম তার জন্য আমি খুবই গর্বিত। আমরা দুজনে একটি সুন্দর সময় পার করেছি। কিন্তু, আজকের খবরের ভিত্তিতে আমি পদত্যাগ করছি।
২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। ওই সময় কোম্পানিটি ছিল অলাভজনক। তবে, ২০১৯ সালে কোম্পানিটি কিনে নেয় মাইক্রোসফট। পরে তাতে কোটি কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।