মো: ওবায়েদ উল্যাহ ভূলন: ১লা জানুয়ারী প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দুয়ারে উপস্থিত হয়। ফেলে আসা বছরের ব্যর্থতা, গ্লানি, তিক্ত হতাশাকে দূরে ঠেলে নতুন আত্নশক্তিতে এগিয়ে যেতে হবে।
আর এই এগিয়ে যাওয়াকে প্রেরণা যোগায় নববর্ষ।
গেল বছরটি আমাদের মনে জাগ্রত থাকবে। নববর্ষ সারা বছর আমাদের জীবনকে অপার আনন্দে জড়িয়ে রাখার স্বপ্ন দেখাবে, যা আমাদের জীবন ও জীবিকার উৎকর্ষ সাধনে সহায়ক হবে। গত বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা নিয়েই আমাদের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর প্রত্যয়-দীপ্ত যাত্রা অব্যাহত রাখতে হবে। আগামী বছর আবার নতূন উদ্যমে শান্তি,সম্প্রীতি ও গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে সত্যিকারের চিরায়ত গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক অন্যায়, অবিচার, উৎপীড়ণ, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল ধরণের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।
খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি সবাইকে সিএনএন বিডি ২৪.কম পরিবারের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ ২০২৪।