আজ
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ||
১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ১১:০৭ অপরাহ্ন
অবজারভারের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুর রহিম আর নেই
রবিবার, ১০ মার্চ, ২০২৪
শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: সাংবাদিক আবদুর রহিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি তিন ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ও বাংলাদেশ অবজারভারের নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ১৯৩৬ সালের ২৫ জুলাই নোয়াখালী জেলার জয়কৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি অধুনালুপ্ত দৈনিক মিল্লাত, দি এনভয়, অবজারভারসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
১৯৮০ সালে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার, প্রেসের দায়িত্ব পালন করেন।