আজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ||
৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ১১:৪৫ পূর্বাহ্ন
ভারতকে খুশি করতে বিভিন্ন চুক্তি করছে আ.লীগ : এ্যানি
শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪
লিটন মোল্লা, নিজস্ব প্রতিনিধি: দেশে স্বাভাবিক রাজনীতির পরিবেশ নেই দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভারতকে খুশি করতে বিভিন্ন চুক্তি করছে আওয়ামী লীগ। যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।
তবে জনগণ দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করতে দেবে না।
আজ শুক্রবার (৫ জুলাই) সিলেটে বন্যা পীড়িত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ্যানি এসব কথা বলেন।
বন্যাদুর্গতদের দিকে সরকারের নজর নেই উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে সরকার। বেনজীর-আজিজের মতো ব্যক্তিরা তার বড় উদাহরণ। ’
বিএনপির পক্ষ থেকে সিলেটের সদর, দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতারা।
।