আজ
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ||
৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ১১:২৫ পূর্বাহ্ন
ছাত্রসমাজ নতুন স্বাধীনতা দিয়েছে : ড. ইউনূস
বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০২৪
আহমেদ আনছারি, নিজস্ব প্রতিনিধি: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাঁদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই।
’
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ড. ইউনূস।
ড. ইউনূস বলেন, ‘আপনারা যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমার কথা শুনতে হবে। আমার কথা, কেউ কোনো হামলা করতে পারবে না। যদি আমার কথা না শুনেন, আমার এখানে কোনো দরকার নাই। আমি আমার কাজে চলে যাব। ’
অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘দেশে সংখ্যালঘুদের ওপর হামলা, দোকানপাটে হামলা, সন্ত্রাস এগুলো ষড়যন্ত্রের অংশ। এগুলোর জন্য ওই ষড়যন্ত্রকারীরাই দায়ী। আমাদের এগুলো প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে।’
ড. ইউনূস আরও বলেন, ‘আমরা সবাই একটা পরিবার। আমরা একত্রে দেশটাকে গড়ব ও সাজাবো। আমার ওপর আস্থা রাখুন। আমাদের কাজ আজ থেকেই শুরু হলো।’