সফিক আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি: নতুন অন্তবর্তিকালীন সরকারের উপদেষ্টারা আজ শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। তথ্য অধিদপ্তর থেকে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়েছে।
আজ সকাল ১০টার দিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান নিজ নিজ কার্যালয়ে কার্যক্রম শুরু করেন।
গতকাল শুক্রবার দপ্তর বণ্টনের পর মন্ত্রণালয়ে উপদেষ্টাদের দপ্তরের গেটে তাদের নামফলক লাগানোসহ পরিচর্যার অন্যান্য কাজ শেষ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ক্ষুদ্রঋণের প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন।
ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে শপথ নিয়েছেন—ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুরশিদ, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। এ ছাড়া ঢাকার বাইরে থাকায় ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার, ফারুক-ই-আজম বীরপ্রতীক, সুপ্রদীপ চাকমা পরবর্তীতে শপথ নেবেন।