খবর এএফপির।
ভোয়েপাস এয়ারলাইনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজটি পারানা রাজ্যের কাসকাভাল থেকে সাওপাওলো রাজ্যের গোয়ারুলহোস বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেডো শহরের কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ভোয়েপাস এয়ারলাইন কর্তৃপক্ষ ৫৮ জন যাত্রী নিহতের খবর দিলেও পরে তাদের ওয়েবসাইটে যাত্রীর সংখ্যা সংশোধন করে ৫৭ জনের কথা বলা হয়।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখানো হয় খাড়াভাবে পড়ে থাকা উড়োজাহাজটি থেকে আগুনের শিখা বের হয়ে আসছে। এছাড়া অন্যান্য ফুটেজে আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।
উদ্ধারকাজে জড়িত ভিনহেডোর কাছে ভালিনহোস শহরের স্থানীয় কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, আরোহীদের কেউই বেঁচে নেই। প্রায় ৭৬ হাজার লোক অধ্যুষিত ভালিনহোস শহরটি সাওপাওলো থেকে ৮০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।
সাওপাওলো রাজ্যের গভর্নর টারসিও ডি ফ্রেইটাস দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, নিহত আরোহীদের দেহাবশেষ শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
এ দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।
ভোয়েপাস এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ২২৮৩ ফ্লাইটটির নিহত যাত্রীদের পরিবারকে পূর্ণ সহায়তা দেওয়া হবে এবং এজন্য তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই দুই ইঞ্জিনের টারবোপ্রপ উড়োজাহাজটি কাসকাভালের বিমানবন্দর থেকে আকাশে উঠেছিল। উড়োজাহাজটির দুর্ঘটনার কারণ জানতে ব্রাজিলের এভিয়েশন এক্সিডেন্ট এজেন্সি সেনিপা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।