বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ঢালিউড পাড়ায় সমালোচনা আছে, এখন আর ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেন না শাকিব খান। সেই সমালোচনা ভেঙ্গে দীর্ঘ চার বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে আসছেন শাকিব।
১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নায়কের নতুন সিনেমা ‘দরদ’।
সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ সিনেমাটি মুক্তি দেয়া হবে। এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’র মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি। একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করে বিশ্বব্যাপী মুক্তির এ ঘোষণা দেয়া হয়।
দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় ‘দরদ’। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে সিনেমাটি।
সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটির দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।
এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে দুলু মিয়া চরিত্রে। এতে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনয় করেছেন। শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।