সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো।
আগে দুর্গাপূজায় ২-৩ কোটি টাকা দেওয়া হতো, এ বছর দেওয়া হয়েছে চার কোটি টাকা।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
।