রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই মাসে টানা ৩৬ দিনের আন্দোলন নির্মূল করতে বিগত সরকার ও তাদের দোসরদের পরিচালিত হত্যা-গণহত্যায় জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে।
রাজধানীর এফডিসিতে ‘জুলাই হত্যাকাণ্ডের দায়’ নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাটর্নি জেনারেল শনিবার (১২ অক্টোবর) এ কথা বলেন।