শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
শাহিনুর আক্তার, স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের শপথের তিন মাস আজ। এ তিন মাসের পুরোটা সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত সময় কেটেছে সরকারের।
একের পর এক অভিযান, তবুও ভয়ঙ্কর মোহাম্মদপুরে
গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে শাহাদত হোসেনকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে (এফ এইচ হল) চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ছাড়া ২১ সেপ্টেম্বর রাজধানীতে নাসির বিশ্বাস (২৩), মুন্না হাওলাদার (২৪) ও নূর ইসলাম (৫০) নামের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। গত ৬ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এসব হত্যাকাণ্ডের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে বেড়েছে চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকেই উত্তাল ছিল রাজধানীর মোহাম্মদপুর। রাজধানীর যে পাঁচ স্থানে বেশি আন্দোলন ও হতাহতের ঘটনা বেশি ঘটেছে, তার মধ্যে একটি মোহাম্মদপুর থানা এলাকা। আবার সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের হয় এই এলাকায়। গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়লে অপরাধপ্রবণ হয়ে ওঠে ১২ বর্গ কিলোমিটারের এ এলাকা। যাতে ইতোমধ্যে প্রাণ গেছে কয়েকজনের, আহত প্রায় অর্ধশত। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। কারণ, এখানে ছিনতাই-ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
মোহাম্মদপুর এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার মধ্যে রয়েছে—১১ অক্টোবর বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ও কার্যালয়ে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতি করে। ২০ অক্টোবর সকালে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় দুটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী অস্ত্রের মুখে নেসলে কোম্পানির গাড়ি আটকে ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ২৫ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বছিলার গার্ডেন সিটি এলাকার একটি সুপারশপে মুখোশ পরা ডাকাতেরা চাপাতি দেখিয়ে কর্মচারীদের জিম্মি করে টাকা লুট করে। এ ছাড়া অস্ত্রের মুখে নারী শিক্ষার্থীর ব্যাগ কেড়ে নেওয়া, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে একের পর এক হত্যার ঘটনা; জেনেভা ক্যাম্পের গোলাগুলি ও নিয়মিত চুরির ঘটনা বেড়েছে। এ ছাড়া গণছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। গতকালও মোহাম্মদপুরে হানিফ নামের এক ব্যক্তির কাছ থেকে মুঠোফোন ছিনতাই করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের বয়ান অনুযায়ী, মোহাম্মদপুরের রিং রোড এলাকার পূর্ব পাশে ছিনতাইয়ের কোনও ঘটনা নেই। একই চিত্র শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পূর্ব পাশেও। ছিনতাইয়ের ঘটনাগুলো বেশি ঘটছে বেড়িবাঁধ এলাকার পশ্চিম পাশে। তীব্র ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে—চাঁন মিয়া হাউজিং, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, নবোদয় হাউজিং, শ্যামলি হাউজিং, শেখেরটেক, রফিক হাউজিং, আদাবর ১০ ও ১৬ নম্বর সড়ক।
মোহাম্মদপুর থানার একজন উপপরিদর্শক (এসআই) নাম প্রকাশ না করার শর্তে জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিগত সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ছিল। নেতারা নিজেদের প্রয়োজনে তাদের ব্যবহার করতেন। আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে কিশোর গ্যাং সদস্যদের রক্ষায় নিয়মিত তদবির করতেন অনেকে নেতা। এর পেছনে অন্যতম কারণ, ছিনতাই করা মালামাল কিনতেন নেতাদের একাংশ। আবার বড় ধরণের ছিনতাই থেকে ভাগও পেতেন অনেক নেতা। কিশোর গ্যাংয়ের ওইসব সদস্যরা এখনও এলাকায় সক্রিয়। ৫ আগস্টের পর থেকে পুলিশি তৎপরতা বেশি না থাকার কারণে তারা ছিনতাই-ডাকাতি বাড়িয়ে দেয়। তবে, এর বাইরেও অনেকে ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
স্থানীয় বাসীন্দাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর না হওয়ায় কমছে না অপরাধ। সরকারের পক্ষ থেকে নিষ্ক্রিয় পুলিশকে সক্রিয় করার জোর চেষ্টা চালানো হয়। এরপর পুলিশ থানায় দায়িত্ব গ্রহণ করে। তবে, মাঠের চিত্র হচ্ছে, যথাযথভাবে সক্রিয় হয়ে উঠতে পারেনি পুলিশ। আর জীবন ও মাল-সামানা খুইয়ে এর খেসারত দিতে হচ্ছে নাগরিকদের।
৮ দিনে গ্রেপ্তার ১৮০, মোট গ্রেপ্তার ৬০০
তবে, আইনশৃঙ্খলা বাহিনীও থেমে নেই। যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে নিয়মিত। ছিনতাই আতঙ্কে এ এলাকায় সেনা ক্যাম্পও বসানো হয়েছে। নিয়মিত গ্রেপ্তার করা হচ্ছে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের। ৫ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত অন্তত ৬০০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। এর মধ্যে ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৮০ জনকে। ওসির দাবি, গড়ে প্রতিদিন অন্তত আরও ১০ জনকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরও আতঙ্কে রয়েছে এলাকাবাসী। যদিও পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। স্থানীয়দের সচেতন করা হচ্ছে। ছিনতাইয়ের ঘটনা ঘটার সম্ভাবনা অন্দাজ করলেই পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও, স্থানীয়দের ভাষ্য, চোখের সামনে ছিনতাই হলেও কিছু বলার থাকে না। কারণ, কেউ প্রতিবাদ করতে এগিয়ে গেলে তাকেও টার্গেট করা হয়।
ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলতে চান না এলাকাবাসী
মোহাম্মদপুরে দীর্ঘদিন ব্যবসা করেন একজন। তিনি একবার কিশোর গ্যাংয়ের সদস্যদের ছিনতাই করা দেখে প্রতিবাদ জানিয়েছিলেন। এর জন্য তাকে খেসারত দিতে হয়েছিল। ফরিদ উদ্দিন নামের ওই ব্যবসায়ী এনটিভি অনলাইনকে বলেন, আমি দুজনকে চিনি, যারা নিয়মিত ছিনতাই করছিল। তাদের এ ব্যাপারে নিষেধ করে ধমক দিয়েছিলাম। পরের দিন আমার কাছে কয়েকজন ছিনতাইকারী আসে। তারা আমাকে নানা ধরনের হুমকি দেয়। পরে আমি বলি, আমার ভুল হয়েছে। এরপর তারা চলে যায়। তারপর থেকে আর কখনো এসব ব্যাপারে কথা বলার চেষ্টা করিনি।
মোহাম্মদপুরে ১০ থেকে ১২ ছিনতাইয়ের গ্রুপ
মোহাম্মদপুর থানা পুলিশ বলছে, মোহাম্মদপুরে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০ থেকে ১২টি ছিনতাইকারী গ্রুপ সক্রিয় আছে। এ ছাড়া কোনো গ্রুপের নিয়মিত সদস্য নন, এমন অর্ধশত কিশোর ও যুবক ছিনতাইয়ে নেমেছে অস্ত্র হাতে।
তবে স্থানীয়রা বলছে, শতশত ব্যক্তি মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ে জড়িত। মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বাসিন্দা আবু তালেব এনটিভি অনলাইনকে বলেন, শতশত ছিনতাইকারী রয়েছে পুরো মোহাম্মদপুর এলাকায়। এদের মধ্যে কাউকে কাউকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ ধরাছোঁয়ার বাইরে। মোহাম্মদপুরে সবচেয়ে বেশি অপরাধমূলক কাজ করে চলেছে আনোয়ার নামের একটি গ্রুপ। লোকমুখে শোনা যায়, তারা কব্জিকাটা গ্রুপ নামে পরিচিত। মূলত তারা একটি গ্যাং হিসেবে কাজ করে। এ গ্রুপের হাতেই কিছুদিন আগে আরেক কিশোর গ্যাং লিডার ফাইটার বিল্লাল খুন হন। আনোয়ার গ্রুপ অনেক ছিনতাইকারী নিয়ন্ত্রণ করে। মোহাম্মদপুরের সবচেয়ে বড় গ্রুপ সাজ্জাদ গ্রুপ। এই গ্রুপের সব সদস্যের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের সোর্স হিসেবে কাজ করার সুবাদে এই গ্রুপ প্রায়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সম্প্রতি সময়ে ছিনতাইয়ে সক্রিয় হয়েছেন এই গ্রুপের সদস্যরা।
মোহাম্মদপুর থানার দেওয়া হিসাব অনুযায়ী, ১ থেকে ২৫ অক্টোবর অর্থাৎ গত ২৫ দিনে মোহাম্মদপুর থানায় চারটি হত্যাকাণ্ড, একটি ছিনতাই ও দুটি ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে এ থানায় ১৭ খুন ও ১টি ছিনতাইয়ের মামলা হয়।
স্থানীয়দের থানা ঘেরাও, ৭২ ঘণ্টার আল্টিমেটাম
গত ২৫ অক্টোবর রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে হঠাৎ করেই ২০-২৫ জন দুর্বৃত্তের একটি দল গণছিনতাই করে মানুষজনকে কুপিয়ে আহত করে। একই দিনে বসিলায় ঘটে আরও দুটি ডাকাতির ঘটনা। এ ছাড়া এ দিন বিকেলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়। পরের দিন ২৬ অক্টোবর বিকেলে গত দুমাস ধরে চুরি-ছিনতাই ও ডাকাতি অব্যাহতভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলে মোহাম্মদপুর বিকেলে থানা ঘেরাও করেন স্থানীয়রা। সে সময় মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ৭২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার আলটিমেটাম দেন স্থানীয়রা। পালন করেন অবস্থান কর্মসূচিও। কর্মসূচিতে স্থানীয়রা জানান, ছিনতাই-ডাকাতির ঘটনায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মোহাম্মদপুরবাসী নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন। সে সময় থানা পুলিশ স্থানীয়দের আশ্বস্ত করেন এভাবে, জনগণের সহায়তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন তারা। যদিও তারপরও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ব্যর্থতা স্বীকার পুলিশের
অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ জিয়াউল হক বলেছিলেন, ‘আমার থানায় জনবল কম আছে, এটা সবসময় থাকে। এখন হয়ত আরও একটু কম আছে, আমার গাড়ি কম আছে। এগুলো কোনো এক্সকিউজ হতে পারে না। আমি যখন এই পোশাকে (পুলিশের পোশাক) এসেছি, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে নিরাপত্তা দেওয়া। হ্যাঁ, আমি স্বীকার করতেছি, আমি সেক্ষেত্রে ব্যর্থ।’ পরে তিনি এ প্রতিবেদককে জানান, তারা সবাই মিলে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনানোর। সেটার জন্য যা যা করা দরকার, তাই করছেন। তার দাবি, মোহাম্মদপুর এলাকায় এখন আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এনটিভি অনলাইনকে বলেন, মোহাম্মদপুর এলাকার পরিবেশ তখন খুব বাজে, এমন সময় আমি এ থানায় যোগ দিই। স্থানীয় ও যৌথ বাহিনীর সহায়তায় এখন পরিবেশ আগের চেয়ে অনুকূলে। এ বিষয়ে আমি ছাত্র-জনতার পক্ষ থেকে পরামর্শও চেয়েছি। সীমিত জনবল নিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্তত অস্ত্রের মড়হাটা এখন আর নেই। যৌথ বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে এখন পরিস্থিতি অনেকটাই ঠিক করে ফেলেছে। মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাগুলো এখনো রয়েছে। তবে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকাবাসীও স্বস্তি বোধ করছেন।
শুধু মোহাম্মদপুরে নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় ছিনতাইকারীরা ছুরিকাঘাতে অথবা কুপিয়ে হত্যার ঘটনাও ঘটান। গত ১৮ অক্টোবর উত্তরা এলাকার বাসায় ঢুকে মমতাজ শাহানারাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
৩ সেপ্টেম্বর রাজধানীর কদমতলীর মেরাজনগরে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে খুন করে কাঁচামাল বিক্রেতা হাশেমকে। একই দিন ভোরে হাজারীবাগের সিকদার মেডিকেলের পাশে যাত্রীবেশে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাদেকিনকে ছুরিকাঘাতে হত্যা করে। ১৬ সেপ্টেম্বর সকালে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় বেড়িবাঁধে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন দিনমজুর আলমগীর ব্যাপারী। ২৪ সেপ্টেম্বর ভোরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মুস্তাকিম আলিফ নামের এক তরুণ। গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে রাসেল শিকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা।
ডিএমপিতে যত মামলা
ডিএমপি থেকে যে মামলার তথ্য পাওয়া গেছে, তাতে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ডিএমপিতে জানুয়ারিতে ডাকাতির একটি ও ছিনতাইয়ের ২৫টি মামলা করা হয়েছে। ফেব্রুয়ারিতে দুই ডাকাতি ও ২৬ ছিনতাইয়ের মামলা, মার্চে একটি ডাকাতি ও ২৮ ছিনতাইয়ের মামলা, এপ্রিলে তিনটি ডাকাতি ও ১৫ ছিনতাইয়ের মামলা, মে’তে দুটি ডাকাতি ও ১৯ ছিনতাইয়ের মামলা, জুনে তিনটি ডাকাতি ও ১৬ ছিনতাইয়ের মামলা, জুলাইতে তিনটি ডাকাতি ও ১৫ ছিনতাইয়ের ঘটনায় মামলা, আগস্টে চারটি করে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা, সেপ্টেম্বরে পাঁচটি ডাকাতি ও ১৪টি ছিনতাইয়ের মামলা ও অক্টোবরে পাঁচটি ডাকাতি ও ২১ ছিনতাইয়ের মামলা করা হয়েছে। অর্থাৎ চলতি বছরের ১০ মাসে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২৯ ডাকাতির ও ১৮৩ ছিনতাইয়ের মামলা হয়েছে।
মামলার এ পরিসংখ্যান নিয়ে ডিএমপি সদর দপ্তরের এক ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ছিনতাইকারী ও ডাকাতের অনেক ঘটনা ঘটছে রাজধানীতে। সে অনুপাতে পুলিশি তৎপরতা কম দেখা গেছে। কারণ, কিছুদিন আগ পর্যন্ত পুলিশ অনেকাংশে নিষ্ক্রিয় ছিল। পারতপক্ষে থানার বাইরে যেতে না। ফলে, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। আবার পুলিশ খানিকটা নিষ্ক্রিয় থাকার কারণে মামলাও নিতে চাইতো না কিছুদিন আগ পর্যন্ত। অর্থাৎ যে পরিমাণ ঘটনা ঘটেছে, মামলা হয়েছে তার অনেক কম।
থানা থেকে পুলিশের মোটরসাইকেল চুরি
রাজধানী ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকেও চুরি-ডাকাতির ঘটনা ঘটে চলেছে। থানা থেকেও ঘটছে চুরির ঘটনা। কুষ্টিয়ার ভেড়ামারা থানা থেকে তিন পুলিশ সদস্যের তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত ৩১ অক্টোবর দিনগত রাতে চুরির এ ঘটনা ঘটে। সেদিন রাত পৌনে ৩টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরচক্র।
থানায় কর্মরত পুলিশের এস আই আলামিন হোসেন, কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেলগুলো রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পান সেগুলো নেই। চোরচক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে সেগুলো নিয়ে গেছে।