আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১০ পোশাক কারখানায় ছুটি
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
আহসান হাবিব বিষেশ প্রতিনিধিঃ বকেয়া বেতন পরিশোধ, বার্ষিক ১৫ শতাংশ বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকার আশুলিয়ার বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
এমন পরিস্থিতিতে আজ সোমবার সকালে ও দুপুরের পর অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল রবিবার একই দাবিতে কর্মবিরতি পালন করায় একটি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ।
সাধারণ ছুটি ঘোষণা করা কারখানার মধ্যে নাসা সুপার গার্মেন্টস লিমিটেড, নাসা বেসিক লিমিটেড, এ.জে সুপার গার্মেন্টস লিমিটেড, আল মুসলিম অ্যাপারেলস, ট্রাউজার লাইন লিমিটেড, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, প্রীতি গ্রুপ, ছেইন অ্যাপারেলসসহ আরো ৫-৬টি কারখানা রয়েছে।
শিল্প পুলিশ ও ভুক্তভোগী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শনিবার থেকে কয়েকটি কারখানার শ্রমিকরা ইনক্রিমেন্টসহ কয়েকটি দাবিতে কারখানায় কাজ বন্ধ রেখেছেন।
মূলত সরকারসহ ত্রিপক্ষীয় বৈঠকে যে ১৮ দফার কথা হয়েছে, সেটির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ার কারণেই শ্রমিকদের নাইট-টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধির মতো দাবিগুলো আসছে।
তিনি বলেন, মজুরি পুনর্মূল্যায়নের জন্য গঠিত কমিটি বিষয়গুলো নিয়ে কাজ করছে।
এ নিয়ে দফায় দফায় বৈঠকও হচ্ছে। এর মধ্যে যদিও এমন কর্মবিরতি কাম্য নয়, তবুও আমি মনে করি, ইনক্রিমেন্টসহ মজুরি পুনর্মূল্যায়নের বিষয়টি ডিসেম্বরের মধ্যেই সমাধান হওয়া উচিৎ।
অন্যথায়, জানুয়ারি থেকে আবারও অসন্তোষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বাৎসরিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সোমবার সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় ১১টার দিকে নিউএইজ, আল মুসলিম ও নাসা গ্রুপের ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
পরবর্তীতে দুপুরের ছুটির পর শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, প্রীতি গ্রুপ, ছেইন অ্যাপারেলসসহ আরো ৫-৬টি কারখানাসহ অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।।