সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
এম এ সগির, র্কোট রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় হত্যার অভিযোগে করা পৃথক ৪ মামলায় নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক এমপি মো. সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) আদালতে আসামিদের হাজির করা হয়।