বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী আবেগঘন এক মহূর্ত উপহার দিলেন দর্শকদের। (২৪ ডিসেম্বর) মঙ্গলবার ‘প্রিয় মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ঘটে এমন ঘটনা।
যেখানে প্রদর্শনী শেষে মেহজাবীনকে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন, কপালে চুমু খান জয়া।
এরপর মেহজাবীনকে প্রশংসায় ভাসিয়ে জয়া বলেন, ‘আমি অবাক হয়ে ওর অভিনয় দেখছিলাম। আর মুগ্ধ হচ্ছিলাম। এরপর আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি করেছে মেহজাবীন। অর ভবিস্যতের জন্য শুভ কামনা। ’
এদিন প্রিমিয়ারে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এ ছাড়া আরও আছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।