রোয়ানুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সচিবালয়ের পাশাপাশি রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসেও আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বের) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০তলা ভবনের চারতলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ’