আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর এলাকায় কনকর্ট টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল।
তিনি বলেন, শুক্রবার দুপুরে বাংলামোটর কনকর্ট টাওয়ারের সামনে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাংলামোটর এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন ওই নারী। তার পরিচয় নির্ণয়ে কাজ করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট।