বিনোদন ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জয়কে বিদেশ পাঠানোর সিদ্ধান্তটা আমার ও তার বাবার দুজনের পক্ষ থেকেই ছিল। কিন্তু জয় ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না বলে জানিয়েছে।
ফলে এ সিদ্ধান্ত থেকে আমরা সরে আসছি।
অভিনেত্রী আরও বলেন, আসলে জয় ওর বাবাকে প্রচণ্ড ভালোবাসে, ওর বাবাও ওকে প্রচণ্ড ভালোবাসে। তিনি বলেন, জয় জানিয়েছে— বাবাকে ছেড়ে বিদেশে গিয়ে তার পক্ষে থাকা সম্ভব নয়। তাই ওর বাবাও সেটি মেনে নিয়েছে, বলা যায়— খুশিই হয়েছে। কেননা, দুজন দুজনকে ছাড়াই থাকতে পারে না বলে জানান অপু বিশ্বাস।
একটু মজার সুরেই অভিনেত্রী বলেন, জয়ের চোখে পৃথিবীর সেরা হিরো ওর বাবা। সে নিজেই ওর বাবাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে— বাবা তুমি অনেক স্মার্ট, আমার চেয়েও। আমি ওদের কথা শুনে হাসি।
অপু বিশ্বাস বলেন, দেখেন, ও বাবার কী ভীষণ ভক্ত। তাহলে আমাদের মায়েদের আন্দোলন করা উচিত না? তিনি বলেন, আমরা মায়েরা আন্দোলন করব, এত কষ্ট করে বাচ্চাকে লালন-পালন করলাম, আর দেখেন না— তারা বাবার ভক্ত হয়ে যায়, মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে, হা হা হা...।
এদিকে গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপু বিশ্বাস বলেছিলেন, খুব শিগগির ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন। সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। এর নেপথ্যে কারণ হিসেবে পরোক্ষভাবে ইঙ্গিত (বুবলী) দিয়েছেন তার কাদা ছোড়াছুড়ি ও শাকিব খানের বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খবরকে।
সেই সময় অপু বিশ্বাস আরও বলেন, এখানে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ওদের জীবনে প্রভাব পড়তে পারে। ফলে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত। যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব, তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই বলে জানান তিনি।
সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন বছরের শুরুতেই অপু জানালেন, জয়কে বিদেশে পাঠানো নিয়ে তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এর কারণ বাবা-ছেলের মধুর সম্পর্ক।