শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক, সিএনএন বিডি ২৪.কম: গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ইসরায়েল থেকে ছাড়া পাবেন ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দি।
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তির তিন ধাপে যা রয়েছে—
প্রথম পর্যায়
যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় ছয় সাপ্তাহব্যাপী চলমান থাকবে। এই সময়ের মধ্যে সীমিত পরিসরে বন্দি বিনিময়, গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার এবং গাজা উপকূলে সাহায্য প্রবেশের সীমা বাড়ানো হবে।
প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জন বন্দি মুক্তি পাবে। এর মধ্যে নারী, শিশু ও পঞ্চাশোর্ধ বেসামরিক নাগরিক রয়েছে। এসব বন্দিদেরকে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল থেকে আটক করে হামাস। অন্যদিকে ৩৩ বন্দি মুক্তির বিনিময়ে প্রায় ৭৩৫ বন্দি ফিলিস্তিনিকে মুক্ত দেবে ইসরায়েল। এর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিরাও থাকবে।
বন্দি বিনিময়ের সঙ্গে সঙ্গেই ইসরায়েল গাজার জনবহুল এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে। গাজা সীমান্তের অভ্যন্তরে ৭০০ মিটারের মধ্যে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। তবে নেটজারিম করিডোর (দক্ষিণ গাজাকে আলাদা করার একটি সামরিক সীমানা) এ শর্তের অন্তর্ভুক্ত হবে না। এই এলাকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল।
উত্তর গাজার নাগরিকদের তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৬০০ ট্রাক খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি পাবে। প্রথম ধাপের কার্যক্রম শুরু হওয়ার সাতদিনের মধ্যে মিসরে প্রবেশের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হবে।
ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডরে তাদের উপস্থিতি কমিয়ে আনবে, যা মিসর ও গাজার সীমান্ত এলাকায় অবস্থিত। এই চুক্তি কার্যকরের ৫০ দিনের মধ্যে সেনা পুরোপুরি প্রত্যাহার করবে ইসরায়েল।
দ্বিতীয় পর্যায়
দ্বিতীয় পর্যায়ের শর্তগুলোর মধ্যে রয়েছে, হামাস সমস্ত জীবিত বন্দিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক আরও ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া ইসরাইল গাজা থেকে পূর্ণ সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু করবে।
তৃতীয় পর্যায়
দ্বিতীয় পর্যায়ের শর্তগুলো পূরণ হলে বাকি বন্দিদের মৃতদেহগুলো হস্তান্তর করা হবে। এরপর গাজা পুনর্গঠনের জন্য তিন থেকে পাঁচ বছরের একটি পরিকল্পনা করা হবে।
এর আগে গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ পরবর্তী সময় গাজা অঞ্চল শাসন, তত্ত্বাবধান ও পুনর্গঠনের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সহযোগীদের আমন্ত্রণ জানাবে। এই সময় স্বল্পমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরব রাষ্ট্রগুলো বাহিনী সরবরাহ করবে। যদিও ইসরায়েল এখনও গাজা শাসনের বিকল্প কোনো পদ্ধতি প্রস্তাব করেনি।