আবু বক্কর সিদ্দিক,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় জলিল মিয়া (৫০) ও আহমেদ শরীফ (১৪) নামে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) একটি দুর্ঘটনা জনিত মৃত্যু ও অপরটি অপমৃত্যু বিষয়ে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের বাচ্চা মিয়ার পুত্র জলিল মিয়া নিজ শয়নঘরে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে থানার এসআই সুশীল কুমার রায় লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এর আগের দিন (সোমবার) বিকেলে ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের এনামুল হকের ছেলে আহমেদ শরীফ বাড়ির পাশে টিকটকে আপলোড করতে স্থির ও ভিডিও চিত্র ধারণকালে পাওয়ারটিলারের ফলায় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর থানার এসআই আবু সাঈদ লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন বলে জানা গেছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
।