বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
আবু মোতালেব হোসেন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, মাদকের বিরুদ্ধ লড়তে হবে এক সাথে, মাদকের আস্তানা ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, জ্বালোরে জ্বালো আগুন জ্বাল, এক দুই তিন চার পুলিশ হবে জনতার শ্লোখানে মুখরিত ছিল ডিমলা সদরেরর বাবুহাট বাজার। বুধবার বিকালে ডিমলা সদরের কায়শা মোড়ের শহিদ মিনার থেকে বৈষম্য বিরোধি ছাত্রদের উদ্দ্যগে মিছিল বের করা হয়।