আজ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ||
১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৭:২০ পূর্বাহ্ন
ইন্টারনেট সেবার দাম কমছে
সোমবার, ০২ জুন, ২০২৫
ফাইল ছবি
আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তী সরকার আজ সোমবার (২ জুন) নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার কিছু পণ্য ও সেবায় ভ্যাট দ্বিগুণ করছে।
কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হচ্ছে। আবার ভ্যাট কমানো হয়েছে বেশ কিছু পণ্যে। নতুন অর্থবছরের বাজেটে ইন্টারনেট সেবায় উৎসে কর অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
বাজেট বক্তৃতায় বলা হয়েছে, ‘ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ এর পরিবর্তে ৫ শতাংশ করা হয়েছে। ’
এছাড়া সম্ভাব্য মুনাফার পরিমাণ বিবেচনায় ঠিকাদারি কাজ হতে উৎসে কর কর্তনের সর্বোচ্চ হার ৭ শতাংশ এর স্থলে ৫ শতাংশ করা হয়েছে। পরিবেশবান্ধব রিসাইক্লিং শিল্পকে উৎসাহিতকরণে এই শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ৩ শতাংশ এর স্থলে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।